আমাদের এই মেশিন চালানো অনেক সহজ।
আমাদের এই মেশিনে ব্যাবহার করা হয়েছে ডিজিটাল কন্ট্রলার ও হাইড্রলিক্স সিস্টেম । আপনি সেটিং করে দিলে সেই সাইজের নেট তৈরি হবে। এই মেশিন একজন নারী ও চালাইতে পারবেন। তবে ২ জন লোক হইলে ভালো হবে। এই মেশিন রাখতে মাত্র ১০ ফিট x ২০ ফিট রোম হলেই হবে। এই মেশিন ২২০ ভোল্ট বিদ্যুৎ এ চলবে। মাসে ৯০০ থেকে সর্বোচ্য ১৫০০ টাকা বিদ্যুৎ বিল আসবে।
আমাদের এই মেশিন সারাদিনে ১২ কয়েল জি আই তাড়ের বেড়া তৈরি করতে পারবেন। ১ কয়েল সমান ৫০ কেজি। ১২ কয়েল জি আই তাড়ের উজন ৬০০ কেজি।আপনি পাইকারি প্রতি কেজিতে ১৫ থেকে ২৫ টাকা লাভ করতে পারবনে। সেই ক্ষেত্রে প্রতিদিনের ইনকাম
৬০০ x ২৫ = ১৫০০০ টাকা বা ৬০০ x ১৫ = ৯০০০ টাকা।
যা যা পাবেনঃ
- সেমি অটো জি আই তাড়ের নেট বা বেড়া তৈরি করার মেশিন
- একটি কম্প্রেসার
- কিছু টুলস
- তাড়ের কয়েল রাখার ফ্রেম
আমাদের মেশিনের বর্তমান মূল্য ১২২,০০০ টাকা
অর্ডার দিলে ২৫/৩০ দিন সময় লাগবে।
যোগাযোগঃ
এম এস মেশিনারি, রাজেন্দ্রপুর রেলগেইট, গাজীপুর (ঢাকা)
ফোনঃ 01797498160, 01797498160 ( সকাল ৮টা থেকে রাত ৮ টা)